আড়াইশ শয্যার হাসপাতালে রোগী ৫০০, ব্যাহত চিকিৎসাসেবা | বাংলাদেশ

আড়াইশ শয্যার হাসপাতালে রোগী ৫০০, ব্যাহত চিকিৎসাসেবা | বাংলাদেশ

<![CDATA[

অতিরিক্ত রোগীর চাপ আর শয্যা সংকটে হিমশিম খাচ্ছেন জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্স। আড়াইশ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় ৫০০ রোগী ভর্তি হচ্ছেন। সেই তুলনায় নেই চিকিৎসাসেবা। পর্যাপ্ত শয্যার ব্যবস্থা না থাকায় হাসপাতালের মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

জানা গেছে, জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হঠাৎই বেড়ে গেছে রোগীর চাপ। প্রতিদিনই জ্বর-ঠান্ডা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগী। এর মধ্যে নারী ও শিশুই বেশি। কিন্তু, শয্যার অভাবে তাদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। সঙ্গে যোগ হয়েছে হাসপাতালের নোংরা পরিবেশ আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। চিকিৎসা নিতে এসে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা।

এদিকে রোগীর চাপ এবং পর্যাপ্ত চিকিৎসক ও লোকবলের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান কর্মরত নার্স।

আরও পড়ুন: হস্তান্তরের সাড়ে তিন বছরেও চালু হয়নি মাদারীপুরের হাসপাতাল

জনবল সংকটে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সঠিকভাবে হচ্ছে না বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীর অভাবে হাসপাতাল সবসময় পরিষ্কার ও মানসম্মত রাখাটা আমাদের জন্য একটু দুরূহ হয়ে যাচ্ছে।’

জেনারেল হাসপাতালটি ২০১৫ সালে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়।

]]>

Scroll to Top