পাকিস্তানের গতি তারকা নাসিম শাহ নিউমোনিয়ায় কাবু হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। সঙ্গত কারণেই ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাবার উপক্রম হয়েছে তার।
পাকিস্তানি গনমাধ্যমের মতে মঙ্গলবার রাতে নাসিম শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই ইস্যুতে জানায় পিসিবি।
সেখানে বলা হয়, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নাসিম শাহ আর খেলবেন কিনা নিশ্চিত হবে তার মেডিকেল রিপোর্ট পর্যবেক্ষণ করার পরে।’
২ অক্টোবর শেষ হবে পাকিস্তান-ইংল্যান্ড ৭ ম্যাচের ম্যারাথন টি-টোয়েন্টি সিরিজ। এরপর পাকিস্তান উড়ে যাবে নিউজিল্যান্ডে। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
৭ থেকে ১৪ অক্টোবর ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাবর আজমের দল। যেখানে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন।
এশিয়া কাপে শাহীন শাহ আফ্রিদির অভাব বুঝতে দেননি নাসিম শাহ। পাকিস্তান নিশ্চিতভাবেই তার সার্ভিস পেতে চাইবে সামনের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট গুলোতে।