নদীর ৯০ ভাগ জায়গা দখলমুক্ত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নদীর ৯০ ভাগ জায়গা দখলমুক্ত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

নদীর দূষণ রোধ, প্রবাহ ও নাব্যতা রক্ষায় কাজ করছে সরকার। নানা ধরনের বাধা মোকাবেলা করে নদীর ৯০ ভাগ জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবসের আলোচনায় তিনি এ কথা জানান। বলেন, ঢাকার চারপাশে মাল্টিমোডাল কানেক্টিভিটি গড়ে তোলা এবং ১৯৯৯ সালে দূষণ রোধে প্রকল্প নেয়ার কথা বলা হলেও সেগুলো হয়নি। বরং আরও বেশি দূষণ হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হলেও নদী রক্ষা ও উদ্ধার কার্যক্রমে বাধার সম্মুখীন হতে হয়েছে, এখনও হচ্ছে। নদী ও পরিবেশ নিয়ে অপরাজনীতির পায়তারা করছে একটি মহল। যথাযথ নিয়ম মেনে উন্নয়ন প্রকল্প করতে গেলেই বাধা আসে। নদীর তীরের জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়সহ ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

/এমএন

Scroll to Top