বিএনপি অতীতের মতো ভুল না করে নির্বাচনে আসবে: কামরুল ইসলাম

বিএনপি অতীতের মতো ভুল না করে নির্বাচনে আসবে: কামরুল ইসলাম

বিএনপি অতীতের মতো ভুল না করে আগামী নির্বাচনে আসবে। না হলে তারা ভবিষ্যতে এমন সংকটে পড়বে, যেখান থেকে তাদের উত্তরণ করা সম্ভব হবে না; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি দেশব্যাপী আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। পুলিশের ওপর হামলা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান কামরুল ইসলাম।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপির ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। কোনো অবস্থায় বিএনপি ও জামায়াত অপশক্তিকে রাষ্ট্র ক্ষমতার আসতে দেয়া যাবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে বলেও জানান কামরুল ইসলাম।

/এমএন

Scroll to Top