ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বক্তব্য, ‘পদটির কাজ পুরোটাই সমুদ্রভিত্তিক। এখানে দরকার অবশ্যই সমুদ্রবিজ্ঞানের গ্র্যাজুয়েট। কিন্তু এ পদে প্রাণিবিজ্ঞান ও মৎস্যবিজ্ঞানে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন, কিন্তু সমুদ্রবিজ্ঞানের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন না, এটা আমাদের সঙ্গে চরম অন্যায় করা হচ্ছে। আমরা যদি আমাদের সেক্টরে অবদান রাখতে না পারি, তাহলে সমুদ্রবিজ্ঞানী হয়ে আমাদের লাভটা কী হলো? আমরা চাই, নিয়োগটি সংশোধন করে আমাদের আবেদন করার সুযোগ দেওয়া হোক।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী বলেন, ‘এ নিয়োগে সমুদ্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্তি করা ও আবেদনের সুযোগ দেওয়া উচিত। শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমি এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব, যেন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারে।’