21,200mAh ব্যাটারি সহ Ulefone Armor 29 Pro 5G: জানুন দাম, ফিচার ও স্পেসিফিকেশন

21,200mAh ব্যাটারি সহ Ulefone Armor 29 Pro 5G: জানুন দাম, ফিচার ও স্পেসিফিকেশন

আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি প্রায় সব ব্র্যান্ডের ট্রেন্ডে পরিণত হয়েছে এবং প্রতিটি ব্র্যান্ডই 6,000mAh বা বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করছে। তবে এবার একটি টেক কোম্পানি 21,200mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। রাগড স্মার্টফোন প্রস্তুতকারী জনপ্রিয় কোম্পানি Ulefone তাদের নতুন Armor 29 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Armor 29 Pro স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

21,200mAh ব্যাটারি সহ Ulefone Armor 29 Pro 5G: জানুন দাম, ফিচার ও স্পেসিফিকেশন21,200mAh ব্যাটারি সহ Ulefone Armor 29 Pro 5G: জানুন দাম, ফিচার ও স্পেসিফিকেশন

Ulefone তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Armor 29 Pro 5G Thermal Version স্মার্টফোন লঞ্চ করেছে। বর্তমানে গ্লোবাল বাজারে স্মার্টফোনটি সেল করা হচ্ছে। এটি একটি rugged smartphone, এই স্মার্টফোনটি তীব্র গরম এবং অতিরিক্ত ঠাণ্ডা সহ্য করতে সক্ষম।

এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি আরও মজবুত করার জন্য IP68/IP69K রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে। জলে ডুবলে, বরফ জমলে বা পাথরে ধাক্কা লাগলে স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে।

কোম্পানির পক্ষ থেকে Armor 29 Pro 5G স্মার্টফোনটি শক্তিশালী 21,200এমএএইচ ব্যাটারি সহ্য লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 1140 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবায় টাইম উপভোগ করা যাবে।

এটি 47 দিন অর্থাৎ 1.5 মাস হবে। একইসঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 120W Flash চার্জ টেকনোলোজি এবং 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 20 শতাংশ চার্জ হতে মাত্র 10 মিনিট লাগে।

স্মার্টফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে একটি 1.04 ইঞ্চির ছোট ডিসপ্লে রয়েছে, এর মাধ্যমে সহজেই উইজেট এবং নোটিফিকেশন দেখা যায়।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 16GB RAM সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে 16GB এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে, এর ফলে ইন্টারনাল RAM এর সহযোগিতায় 32GB RAM (16GB+16GB) পারফরমেন্স পাওয়া যায়।

রাগড স্মার্টফোনটিতে অসাধারণ ফটোগ্রাফি উপভোগ করা যাবে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 50-মেগাপিক্সেল ওয়াইড ম্যাক্রো লেন্স + 60-মেগাপিক্সেল নাইট ভিসন সেন্সর দেওয়া হয়েছে।

একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ইউলেফোন আর্মার 29 প্রো তাপ সংস্করণ স্মার্টফোনটিতে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেটআপে 4 Infrared LED রয়েছে, এর মাধ্যমে অন্ধকার স্থানেও লাইট অন করে ফটো তোলা যাবে।

Ulefone ভারতের বাজারে তাদের স্মার্টফোন লঞ্চ করে না। এই স্মার্টফোনটি এমন ইউজারদের কথা মাথায় রেখে করা হয়েছে, যারা জঙ্গল বা পাহারে অ্যাডভেনচার করতে বা কোনো অনুসন্ধানে জান। এছাড়া আর্মি বা দুর্গম এলাকায় কর্মরত মানুষদের জন্যও এই স্মার্টফোনটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 570 এলইডি লাইট মিলিয়ে 1000 Max Lumens শক্তিসম্পন্ন লাইট সেটআপ করেছে। স্মার্টফোনটি অন্ধকারে জোরালো আলো দিতে সক্ষম। ফলে অন্ধকারে যারা কাজ করে বা ক্যাম্পারদের বিশেষ সুবিধা হবে।

আগেই জানিয়েছি যেহেতু Ulefone Armor 29 Pro স্মার্টফোনটি সাধারণ ইউজারদের জন্য ডিজাইন করা হয়নি, তাই কোম্পানির পক্ষ থেকে লিমিটেড ইউনিট প্রডাকশন করা হয়। খুব স্বাভাবিকভাবেই এই স্মার্টফোনটিতে এত বড় ব্যাটারি এবং এত লাইট ব্যাবহারের জন্য এর থিকনেস কিছুটা বেশি হবে। জানিয়ে রাখি স্মার্টফোনটির ওজন 688 গ্রাম অর্থাৎ হাফ কিলো চেয়ে বেশি।

Scroll to Top