জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের সাথে জড়িতদের সবার আগে সামাজিকভাবে বয়কট করতে হবে। ৯০ দিনের মধ্যে শুধু বিচার নয়, রায়ও বাস্তবায়ন করতে হবে। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে। দেশে অপসংস্কৃতির চর্চা চলছে বলেও সমালোচনা করেন তিনি।