৮ গোলের রোমাঞ্চ শেষে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

৮ গোলের রোমাঞ্চ শেষে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের কোপা আমেরিকায় শিরোপা নির্ধারণী ম্যাচে পুরোটা জুড়েই ছিল উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। কলম্বিয়ার বিপক্ষে তিনবার পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ হাসি হাসে সেলেসাও বাহিনীই। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচে শিরোপা জিতে নিয়েছে তারা, প্রতিযোগিতায় নবমবারের মতো চ্যাম্পিয়ন হল ব্রাজিল।

ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে শনিবার রাতে নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল ও কলম্বিয়ার লড়াই। রুদ্ধশ্বাস ফাইনাল গড়ায় টাইব্রেকারে। ৫-৪ ব্যবধানে জেতে ব্রাজিল। ছেলেদের পর এবার মেয়েদের মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হল কলম্বিয়ার। ছেলেদের ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া।

৮ গোলের ম্যাচে ব্রাজিলের পক্ষে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া এবং অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল আনেন। বিপরীতে কলম্বিয়ার পক্ষে একবার করে স্কোরশিটে নাম লেখান লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইজি সান্তোস। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের নিজেদের জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দিলে।

ম্যাচজুড়ে বল দখল ও শটে অবশ্য আধিপত্য ছিল সেলেসাও মেয়েদের। ৬০ শতাংশ সময় বল ধরে রেখে গোলের জন্য নেয়া ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে ব্রাজিল। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৬টি।

ম্যাচে কলম্বিয়া তিনবার লিড নেয়, প্রতিবারই ব্রাজিল সমতা ফিরিয়ে আনে। ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা শেষ মুহূর্তে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন।

ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা এই ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন। ৮২ মিনিটে মাঠে নেমে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন। ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোল মূলত ব্রাজিলকে ফাইনালে প্রথমবার লিড পাইয়ে দেয়। যদিও ১০ মিনিট পর সেই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় কলম্বিয়া। শেষপর্যন্ত ৩৯ বর্ষী বিশ্বসেরা তারকারই জয় হয়েছে। প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্তা, কোচ আর্থুর ইলিয়াস ও ব্রাজিলের প্রয়োজনে খেলছেন এখনও।

এর আগে নয় আসরের আটটিতে চ্যাম্পিয়ন হয়ে লাতিন আমেরিকা অঞ্চলে মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল ব্রাজিল। দশম আসরে তারা আরও একধাপ এগিয়ে গেল। সেলেসাও দল ও কিংবদিন্ত মার্তার বিশ্বসেরা হওয়ার আক্ষেপ এখনও ঘোচেনি। বিশ্বকাপে তাদের সেরা অর্জন ২০০৭ আসরে রানার্সআপ। এর বাইরে তিনবার ব্রাজিলিয়ান মেয়েরা অলিম্পিক ফাইনাল থেকে রৌপ্য (রানার্সআপ) নিয়ে ফিরেছে।

Scroll to Top