৮ ইউনিটের আপ্রাণ চেষ্টায় দেড় ঘণ্টা পর নিভলো মহাখালীর সাততলা বস্তির আগুন

৮ ইউনিটের আপ্রাণ চেষ্টায় দেড় ঘণ্টা পর নিভলো মহাখালীর সাততলা বস্তির আগুন

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের আপ্রাণ চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

৮ ইউনিটের আপ্রাণ চেষ্টায় দেড় ঘণ্টা পর নিভলো মহাখালীর সাততলা বস্তির আগুন

বুধবার (১২ মার্চ) ভোররাত ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম

তিনি বলেন, রাত ৩টা ৪০ মিনিটের দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুনের খবর আসে। ১০ মিনিট পর ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে একে একে আরও ৭টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএসএমবি 29 প্রকাশের তারিখ

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার আগুন লেগেছিল এই সাততলা বস্তিতে।

Scroll to Top