৮০ শতাংশ মেধা কোটা রাখার প্রস্তাব করবে সরকার: ওবায়দুল কাদের | চ্যানেল আই অনলাইন

৮০ শতাংশ মেধা কোটা রাখার প্রস্তাব করবে সরকার: ওবায়দুল কাদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সরকারের পক্ষ থেকে ৮০ শতাংশ মেধা কোটা রাখার প্রস্তাব আপিল বিভাগের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে কোটা আন্দোলনকারীদের অবস্থান মেনে নেওয়া হয়েছিল। তারপরও আমরা দেখছি জামায়াত বিএনপি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

ওবায়দুল কাদের বলেন, এ অবস্থায় সরকারের অবস্থান আরেকটু পরিষ্কার করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরপরও যদি কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে হার্ডলাইনে গিয়ে কঠোর হাতে সেই আন্দোলন দমন করতে।

Scroll to Top