৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি – DesheBideshe

৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি – DesheBideshe

৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি – DesheBideshe

মুম্বাই, ২৯ অক্টোবর – গাড়ি চুরির ঘটনায় আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গত রোববার রাতে শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁ থেকে সেই গাড়িটি চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।

কিন্তু যে গাড়িটি চুরি হয়, সেটি ছিল শিল্পার সেই রেস্তোরাঁয় খেতে আসা এক অতিথির গাড়ি। রেস্তোরাঁর ওই বিল্ডিংয়ের পার্কিং লট থেকে চুরি হয়ে যায় গাড়িটি। গাড়িটি বিএমডব্লিউ জেড ফোর মডেলের, যার দাম ৮০ লক্ষ রুপি।

গাড়ির মালিকের অভিযোগের পর শিবাজি পার্ক পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে চুরির দায়ে মামলা করে। তাদের চিহ্নিত করতে পুলিশ সক্রিয়ভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায়, সেদিন রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিএমডব্লিউ চুরি করে নিয়ে যায়। আর এতেই অভিনেত্রীর রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন গাড়ির মালিকের আইনজীবী।

বিষয়টি যদিও এখনও পুলিশের তদন্ত পর্যন্তই রয়েছে। আদালতে গেলে রেস্তোরাঁ মালিক হিসেবে আরও বড় জটিলতায় পড়তে পারেন শিল্পা শেঠি।

এদিকে বাস্তিয়ান নামের অভিজাত সেই রেস্তোরাঁ বরাবরই খুব জনপ্রিয়। বাস্তিয়ানে যৌথ মালিকানা রয়েছে রাজ ও শিল্পার। তবে স্বামী রাজ কুন্দ্রাই মূলত এটি দেখাশোনা করেন। নীল ছবির মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে রাজ এই ব্যবসাতেই মন দেন। তবে গাড়ি চুরির মতো ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে শিল্পা জানিয়েছেন, ‘গাড়ি চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি পুলিশকে অনুরোধ করছি যে তারা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে।’

আইএ/ ২৯ অক্টোবর ২০২৪



Scroll to Top