Last Updated:
দিল্লি ক্যাপিটালস এদিন আটকে গেল মাত্র ১৯৩ রানে। মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারল না তারা।

কলকাতা: ফের কামাল দেখালেন তিলক বর্মা। খেললেন বিধ্বংসী ইনিংস। তিলকের ব্যাটের ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০০ পার করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সূর্যকুমার যাদব ও রায়ান রিকেলটন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করে তিলক বর্মা।
রবিবারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন রায়ান রিকেলটন। শুরুটা ভাল করলেও এদিনও বড় রান পেলেন না রোহিত শর্মা। ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এর পর রিকেলটনের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব। রায়ান রিকেলটনও ২৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাজঘরে ফেরেন।
আরও পড়ুন- ফ্রিজ কি সপ্তাহে অন্তত একদিন স্যুইচ অফ রাখতে হয়? কী বলছেন বিশেষজ্ঞরা? শুনে নিন
দিল্লি ক্যাপিটালস এদিন আটকে গেল মাত্র ১৯৩ রানে। কেএল রাহুল এ বার IPL-এ একটু দেরিতে শুরু করলেও তিনি দুর্দান্ত ফর্মে। তবে এদিন রান পেলেন না। মাত্র ১৫ রান করেন। ভারতীয় ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যাওয়া করুণ নায়ার এদিন যেন আবার সার্কিটে ফিরে এলেন! ৪০ বলে করলেন ৮৯ রান।
২০২২ সালে শেষ বার আইপিএল খেলেছিলেন করুণ। ২০১৮ সালে শেষবার হাফ সেঞ্চুরি করেছিলেন। সাত বছর পর আইপিএলে আবার হাফ সেঞ্চুরি করলেন তিনি। ভারতীয় দলের হয়ে ২০১৭ সালে শেষবার খেলা করুণ আবার নিজেকে প্রমাণ করলেন আইপিএলে। মাত্র৫০ লক্ষ টাকায় তাঁকে নিলামে কিনেছিল দিল্লি। সেই তিনিই দিল্লিকে ভরসা জোগালেন। তবে এদিন দিল্লি জিততে পারল না। করুণের এই লড়াই মাঠে মারা গেল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 13, 2025 11:56 PM IST
Virat Kohli: ম্যাচের মাঝেই হঠাৎ বুকে হাত! ‘হার্টরেট’ চেক করালেন কোহলি, সুস্থ আছেন তো বিরাট?