৭৪-এ ‘ড্রিম গার্ল-হেমা মালিনী’

৭৪-এ ‘ড্রিম গার্ল-হেমা মালিনী’

তিনি ‘ড্রিম গার্ল’, সত্যি তো তাঁর সৌন্দর্য আজও মুগ্ধ করে। ৭৪-এ পা দিয়েছেন হেমা মালিনী। জন্মদিনটা নিজের প্রিয়জনদের সঙ্গেই কাটালেন হেমা। তাঁর জন্মদিনের পার্টির ছবি এসেছে প্রকাশ্যে। পার্টিতে পৌঁছেছিলেন হেমার কন্যা এশা দেওল, রেখা, জিতেন্দ্র, মধু, সঞ্জয় খান, রমেশ সিপ্পিরা।

ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের পার্টির ছবি পোস্ট করেছেন ড্রিম গার্ল। ওই বিশেষ দিনে গোলাপি রঙা শাড়িতে ধরা দিয়েছেন বিজেপি সংসদ সদস্য। সঙ্গে হীরের গয়নায় ঝলমল করলেন তিনি। হেমার ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। ছবিতে কখনও রেখা, তো কখনও জিতেন্দ্রর সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেল হেমা মালিনীকে। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই দিনটা কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান বলেছেন হেমা।

৭৪-এ ‘ড্রিম গার্ল-হেমা মালিনী’

তিনি লেখেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে আমার পরিবার, বন্ধু ও সহকর্মীরা আমাকে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিল। অন্তর থেকে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি’।

হেমার জন্মদিনে বিশেষ নজর কাড়ল রেখার সাজ। এভারগ্রিন দুই বিউটি পরস্পরকে জড়িয়ে ধরে পোজ দিলেন। সাদা শাড়িতে সেজে হেমার জন্মদিনের জশন-এ হাজির হয়েছিলেন রেখা।

Caption

হেমার জন্মদিনের পার্টির ছবিতে দেখা মেলেনি ধর্মেন্দ্রর। তবে স্বামীর সঙ্গে জন্মদিনটা কাটিয়েছেন হেমা তাঁর প্রমাণ মিলেছে অন্য পোস্টে। ধর্মেন্দ্রর সঙ্গে দুটি আদুরে ছবি পোস্ট করে এর আগে ক্যাপশনে হেমা লিখেছিলেন, ‘জন্মদিন ধরমজি-র সঙ্গে কাটানো সবসময়ই খুব স্পেশাল।’ এই পোস্টে বরকে ট্যাগও করেন তিনি, হ্যাশট্যাগে জুড়ে দেন বার্থডে আর সেলিব্রেশন কথাগুলো। মেয়ে এশা বাবা-মায়ের এই ছবির কমেন্টে দিয়েছেন একটা কিসিং ফেস ইমোজি আর তারপর ইভিল আই ইমোজি। মানে কারও নজর না পড়ে এই জুটির দিকে। ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে।

বেশ কিছুদিন ছবির দুনিয়া থেকে দূরেই আছেন হেমা। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘সিমলা মির্চি’ (২০২০) ছবিতে।

Scroll to Top