৭০ বছর ‘লিভ-ইন’, অবশেষে বিয়ে করলেন ৯৫ বছরের বর ৯০ বছরের কনে – DesheBideshe

৭০ বছর ‘লিভ-ইন’, অবশেষে বিয়ে করলেন ৯৫ বছরের বর ৯০ বছরের কনে – DesheBideshe



৭০ বছর ‘লিভ-ইন’, অবশেষে বিয়ে করলেন ৯৫ বছরের বর ৯০ বছরের কনে – DesheBideshe

নয়াদিল্লি, ১৪ জুন – ভালোবাসার বয়স নেই। ৭০ বছর একসঙ্গে কাটিয়ে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী বর ও ৯০ বছর বয়সী কনে। দুজনেই দীর্ঘ সাত দশক ধরে একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিকভাবে কখনো বিয়ে করেননি। তাদের রয়েছে আট সন্তান। অনেক সন্তানই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি অনেক নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে। অবশেষে ঢাক ঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বৃদ্ধ-বৃদ্ধা। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ভারতের । তাদের বিয়ে এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জানা যায়, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। তারা দুজনেই লিভ ইন করেছে ৭০ বছর। এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তারা। অবশেষে শেষ জীবনে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে আপত্তি করেননি তাঁদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরাও।

সম্প্রতি বর-কনের ইচ্ছায়, পরিবার আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। আনানো হয় ডিজে, সাজানো হয় পুরো বাড়ি। গায়ে হলুদ থেকে শুরু করে সাতপাকে বাঁধা— সব অনুষ্ঠানই পালন করা হয় ঘটা করে। গোটা গ্রাম এই বিয়েতে অংশ নেয়।

নবদম্পতির এক ছেলে কান্তিলাল খারারি বলেন, “বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।”

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ জুন ২০২৫



Scroll to Top