৬ মাসে শত কোটির ক্লাবে শাকিব! | চ্যানেল আই অনলাইন

৬ মাসে শত কোটির ক্লাবে শাকিব! | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৫ সাল বাংলা সিনেমার জন্য বেশ আশাব্যঞ্জক হয়ে উঠেছে! প্রথম ছয় মাসেই বেশ কয়েকটি হিট সিনেমার দেখা পেয়েছে ইন্ডাস্ট্রি! স্বভাবতই সফল ছবির তালিকায় সবার আগে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমার নাম! তাও একটি নয়, প্রথম ছয় মাসে দুটি সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা! এরমধ্যে একটি ইন্ডাস্ট্রি হিট!

অনেকে বলছেন, ২০২৫ সাল শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সফল বছর হিসেবে বিবেচিত হতে পারে! এই তারকার ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমার ব্যবসায়িক সাফল্য চাঙ্গা করে তুলেছে বাংলাদেশের বাণিজ্যিক ধারার সিনেমাকে। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, শাকিব খানের জনপ্রিয়তা এখন মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সের দর্শকদের মাঝেও সমান তেজে আলো ছড়াচ্ছে।

ঈদুল ফিতরে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’, যা প্রযোজনা করে রিয়েল এনার্জি প্রোডাকশন। মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা যায়। এক মাসের মাথায় প্রযোজক শাহরিন আক্তার সুমি সংবাদ সম্মেলনে জানান, সিনেমাটি প্রায় ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন করেছে।

তবে সুমি আক্ষেপ করে বলেন, “যদি পাইরেসি না হতো, আমাদের টার্গেট ছিল ১০০ কোটির বেশি টিকিট বিক্রি। পাইরেসির কারণে টার্গেট পূরণে ধাক্কা খেয়েছি আমরা।”

ঈদুল আযহায় ব্লকবাস্টার ‘তাণ্ডব’

ঈদুল আযহায় মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, যার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি। এরপরও দর্শকপ্রিয়তা কমেনি—বিশেষ করে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে।

আলফা আই জানিয়েছে, সিনেমাটি এক মাসে মাল্টিপ্লেক্স থেকে ১২ কোটি ও সিঙ্গেল স্ক্রিন থেকে প্রায় ১৮ কোটির বেশি টিকিট বিক্রি করেছে, মোট ৩০ কোটিরও বেশি গ্রস কালেকশন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সাকিব সৌখিন বলেন, “তাণ্ডবে পাইরেসি খুব বড়ভাবে আঘাত হেনেছে। তা না হলে সিনেমাটি আরও বড় ব্যবসা করতে পারতো।”

‘বরবাদ’ ও ‘তাণ্ডব’—দুই সিনেমার সাফল্য মিলে ২০২৫ সালে শাকিব খান অভিনীত ছবির টিকিট বিক্রির মোট গ্রস কালেকশন ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে, যা দেশের চলচ্চিত্র বাজারে নতুন আশার সঞ্চার করেছে।

বাংলা সিনেমার ভিলেন ‘পাইরেসি’

বাংলা সিনেমা যখন বহুদিন পর আবার একটি সম্ভাবনাময় সোনালী সময়ে প্রবেশ করতে শুরু করেছে, তখনই এই উত্থানের পথরোধ করে দাঁড়িয়েছে সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি—পাইরেসি। এমনটাই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

ঈদুল ফিতরের হিট ছবি ‘বরবাদ’- পাইরেসির কবলে পরে মুক্তির তৃতীয় সপ্তাহে, অন্যদিকে ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ পাইরেসির কবলে পড়েছে মুক্তির প্রথম সপ্তাহেই। এটি নিছক দুর্ঘটনা নয়—বরং একটি সুসংগঠিত অপরাধ চক্রের কাজ, যার প্রভাব শুধু প্রযোজক বা শিল্পীর ওপর নয়, পুরো চলচ্চিত্র ইকোসিস্টেমের ওপর। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রবণতা যদি এখনই রোখা না যায়, তাহলে সামনের দিনগুলো বাংলা সিনেমার জন্য আরও অনিশ্চিত হয়ে উঠবে।

সামনের ছয় মাসে কী অপেক্ষা করছে বাংলা সিনেমার জন্য?

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে বাংলা সিনেমা পেয়েছে দুটি বড় উৎসব: ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই উৎসবকেন্দ্রিক সময়গুলোতে মুক্তি পাওয়া বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে এবং বক্স অফিসে ভালো আয় করেছে। শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ ছাড়াও ব্যবসাসফল ছবির তালিকায় আছে ‘দাগি’, ‘জংলি’ এবং ‘উৎসব’সহ আরো কয়েকটি সিনেমা!

সিনেমা বাণিজ্য সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা বলছেন- সামনের ছয় মাস অনেকটা পরীক্ষার সময়! ঈদের মতো বিশাল উৎসব না থাকলেও রয়েছে দুর্গা পূজা, বিজয় দিবস ও বড় দিনের মতো গুরুত্বপূর্ণ উৎসব। এই সময়গুলোতেও দর্শক সাধারণত হলে আসেন, বিশেষ করে পারিবারিক বা উৎসবমুখী কনটেন্ট পেলে। সেই কন্টেন্ট সরবরাহ সম্ভব না হলে বছরের প্রথমার্ধের সফলতাই হতে পারে বছরের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। এখন সময়, কে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে—প্রতীক্ষা শুধু সেটাই।

Scroll to Top