বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন ছয়জন নারী। সম্পূর্ণ নারী সদস্য নিয়ে গঠিত ক্রু টিমে ছিলেন অন্যতম পপ তারকা কেটি পেরি ও মার্কিন টিভি উপস্থাপক গেইল কিং।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের ‘লঞ্চ সাইট ওয়ান’ থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ওই ছয়জন নারীর এই যাত্রা।
প্রায় ১০ মিনিটের সংক্ষিপ্ত এই সাবঅরবিটাল ফ্লাইটে অংশগ্রহণকারীরা পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমারেখা ‘কারমান লাইন’ অতিক্রম করেন এবং সেখানে সবাই প্রায় তিন মিনিটের জন্য শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা লাভ করেন। পরে তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটিতে করে পৃথিবীতে ফিরে আসেন তারা।
মহাকাশ যাত্রার পর ব্লু অরিজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ লিম্প এক্সে এক পোস্টে বলেন, দারুন ফ্লাইট! ব্লু অরিজিনের নিউ শেপার্ড মহাকাশযান ছয়জন মহিলা ক্রুকে মহাকাশে নিয়ে যায় এবং টেক্সাসের দৃঢ় ভূমিতে ফিরিয়ে নিয়ে আসে।
এর আগে, ১৯৬৩ সালে একক মিশনে মহাকাশে ৭০ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা।