৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের

৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের

গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়েগো জোতাকে স্মরণ করে শুরু হয়েছিল ম্যাচ। ২৮ বছর বয়সী এই লিভারপুল তারকার জন্য দর্শক নিয়ে এসেছিলেন ব্যানার, পতাকা আর জার্সি। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতাও পালন হলো ৫ বছর অ্যানফিল্ডে কাটানো জোতা ও তাঁর সঙ্গে একই দুর্ঘটনায় নিহত আন্দ্রে সিলভার স্মরণে।

কিক অফ বাঁশির পর ম্যাচের বয়স যত বাড়তে থাকল, একে একে দৃশ্যপটে হাজির হতে শুরু করল অন্যান্য চরিত্রও। গত মৌসুমে লিগে নবম হওয়া বোর্নমাউথ একই আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে চ্যালেঞ্জও জানাচ্ছিল প্রায় সমানতালে।

দুই দলই গত মৌসুমের পর অনেকটা বদলেছে। আর্নে স্লট আজই যেমন লিগ অভিষেক করিয়েছেন চারজনকে—্উগো একিতিকে, ফ্লোরিয়ান ভির্টজ, জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজ।

বিস্তারিত আসছে …।

Scroll to Top