৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান

৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান

৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিল আফগানিস্তান। আসন্ন টি-২০ বিশ্বকাপের দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে আফগানরা। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে রশিদ খানের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানরা। বিশ্বকাপে আফগানদের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার হজরতউল্লাহ জাজাইয়ের। এছাড়া স্কোয়াডে আছেন রেকর্ড সংখ্যক ৬ অলরাউন্ডার।

আফগান স্কোয়াডে অনুমেয়ভাবেই দাপট স্পিনারদের। অধিনায়ক রশিদ খানের সাথে আছেন মুজিব, নুর ও নবীরা। পেস বিভাগে নাভিন, ফারুকি, ফরিদ আহমেদরা। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নবীন ক্রিকেটার খারোটি। সব মিলিয়ে দলে আছেন ৬ জন অলরাউন্ডার।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ জাজাই, তবে রিজার্ভ হিসেবে দলের সাথে থাকবেন তিনি। জায়গা হয়নি হাশমতউল্লাহ শহিদিরও।

৩ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু আফগানদের।

আফগানিস্তান স্কোয়াড 

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, আজমতউল্লাহ ওমরজাই, নজীবুল্লাহ জারদান, মোহাম্মদ ইসাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নঙ্গল খারোটি, মুজিব-উর-রহমান, নুর আহমেদ, নাভিন উল হক, ফজল ফারুকি ও ফরিদ মালিক।

 

The post ৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Scroll to Top