জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাকশিল্প কারখানায় সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশে কারখানা বন্ধ রাখার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এটি যেহেতু বছরের শুরুতে ঘোষিত ১১ দিনের উৎসব ছুটির তালিকায় ছিল না। তাই এটি বাধ্যতামূলক নয়।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, কারখানাগুলো বছরের শুরুতেই নির্দিষ্ট উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। ফলে মাঝপথে ঘোষণা করা এই ছুটি সেই তালিকায় পড়ছে না।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিজিএমইএর সদস্য কারখানাগুলো যেন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে, সে অনুরোধ জানানো হচ্ছে।’
বিজিএমইএ বলছে, এই সিদ্ধান্ত পুরোপুরি মালিকদের বিবেচনার বিষয় হলেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।