টাঙ্গাইল, ০৮ মে – ৫ আগস্টের পর দেশ গঠনের একটি সুন্দর সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এ সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আজীবন আমাদের কপালে হাত দিয়ে কান্না করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যোনে এক জনভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। আরও অনেকের শাসন দেখেছি। আমরা ইসলাম শুনি ও মানি। ইসলামই হবে রাষ্ট্রীয় ক্ষমতা। তার মাধ্যমে মানুষ দুনিয়ায় শান্তি পাবে এবং আখেরাতে মুক্তি পাবে।
তিনি আরও বলেন, যারা রাজনীতির নামে দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে মূলত মানুষের কল্যাণ দেখিনি। দেশের কল্যাণ পাইনি। এদের পরিচালনায় দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে প্রথম হয়েছি। এদের পরিচালনায় হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। মিথ্যা মামলার কারণে লাখ লাখ পরিবার ধ্বংস হয়ে গেছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ভোট হয় দিনে, কিন্তু এদের পরিচালনায় দেখেছি বাক্স ভরে যায় রাতে। এ দেশের ভেতরে তাদের পরিচালনায় আমরা কি পেলাম? বিশেষ করে ভারতের প্রেসক্রিপশন, আর এখানে বাস্তবায়ন।
ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ মে ২০২৫