ফাইল ছবি।
১৯৫২, ১৯৭১ কিংবা চব্বিশকে একে অপরের মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এর আগে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপাচার্য নিয়াজ আহমদ।
উপাচার্য বলেন, এসব ঘটনা আমাদের জাতীয় জীবনের মাইলফলক ও পরম্পরা। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। এ সময় বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি।
এদিকে, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণ সমাধিতে মোমবাতি প্রজ্জলন ও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ২৫ মার্চের কালরাত্রির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য সবাইকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতীয় পর্যায় থেকেও চেষ্টা করতে হবে।
/আরএইচ