ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে বল করতে নেমে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নেন। তাতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০০ উইকেটের দেখা পেলেন টাইগার কিংবদন্তি। পাশাপাশি টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও সাত হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করলেন তিনি।
রোববার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বলে আসেন সাকিব। প্রথম ওভারে রিজওয়ানকে ফেরানোর পর নিজের পরের ওভারে তুলে নেন আরও দুই উইকেট। ফেরান কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। তাতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫০২টিতে।
৩৮ বর্ষী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। টাইগার মহাতারকার রান সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। ৪১৮ ইনিংসে ৭৫৪৯ রান করেছেন তিনি।
টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রাশিদ খানের। আফগান স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুইয়েসাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিনে সুনিল নারিন। ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে তালিকার চারে ইমরান তাহির।
টি-টুয়েন্টিতে একমাত্র অলরাউন্ডার হিসেবে সাড়ে ৭ হাজারের বেশি রানের পাশাপাশি ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়ে খুশি সাকিব। ব্রডকাস্টারকে বলেছেন, ‘এটা অনেক পরিশ্রমের ফল। এরকম একটা মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। লম্বা একটা ক্যারিয়ার, যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি।’
সাকিবের রেকর্ড গড়ার দিনে নির্ধারিত ২০ ওভার শেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৯ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ গড়েছে।