শ্রীলঙ্কায় ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার। সিরিজের চার ম্যাচে দুটিতেই সেঞ্চুরি করেছেন, রান মোট ২৯৫। দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের চোখ এখন যুব বিশ্বকাপে। ভালো কিছুই করতে চান বিশ্বমঞ্চে।
শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে লঙ্কানদের ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় লঙ্কান দলটি। জাওয়াদ ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। পরে ভিডিও বার্তায় জানান জয়ে অবদান রাখতে পেরে নিজের অনুভূতির কথা।
বলেছেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’
লঙ্কান সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় নেমে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন জাওয়াত। আজ তার ব্যাট থেকে আসে ১১৩ রান। এর আগে প্রথম ওয়ানডেতে ১৪ ও তৃতীয় ওয়ানডেতে ৩৮ রান করেন, সর্বমোট ২৯৫ রান। এই ফর্ম হারাতে চান না জাওয়াদ। আত্মবিশ্বাস সঙ্গী করে ভালো করতে চান যুব বিশ্বকাপে।
বলেছেন, ‘পরবর্তী লক্ষ্য… সামনে আমাদের বিশ্বকাপ আছে। আমাদের দলটাও অনেক ব্যালেন্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিক থেকেই। তাই আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু করব। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’