এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লোহিত সাগরে ‘সিন্দবাদ’ নামের একটি পর্যটক সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৬ জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। সাবমেরিনটিতে ৪৫ জন রাশিয়ান পর্যটক ছিলেন।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) মিসরের হুরঘাদা উপকূলের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।
;
রাশিয়ার কনস্যুলেট সূত্রে জানা গেছে, উদ্ধারকারী দল ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে হোটেলে এবং কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এখনও অনেক যাত্রীর ভাগ্য অনিশ্চিত।
লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত হওয়ায় মিসরের পর্যটনশিল্পে এটি একটি জনপ্রিয় গন্তব্য। গত নভেম্বরে একই অঞ্চলে একটি ডাইভিং নৌকা ডুবে চারজন নিহত হন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, মিসর ২০২৪ সালে আফ্রিকায় পর্যটন থেকে সর্বোচ্চ ১,৪১০ কোটি ডলার আয় করেছে, যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।