দ্য হানড্রেডের ড্রাফটে পাকিস্তানের অনেকের দল না পাওয়া অনুমিতই ছিল। তাই বলে ৪৫ জন নাম লিখিয়ে একজনও দল পাবেন না, এটি চমকে দেওয়ার মতোই ঘটনা। কারণ, ৪৫ জনের তালিকায় ছিলেন পেসার নাসিম শাহ, মোহাম্মদ আমির, স্পিনার উসামা মির, অলরাউন্ডার শাদাব খান ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটার।
এদের প্রত্যেকেই এর আগে ১০০ বলের এই টুর্নামেন্টে খেলেছেন। আর দ্য হানড্রেডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রথম সারির ক্রিকেটারদের আনাগোনা অনেক বেশিও নয়। তাহলে কেন অবিক্রিত থেকে গেলেন পাকিস্তানের ক্রিকেটাররা?