রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৪৪ কেজি গাঁজাসহ মো. কামরুজ্জামান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। যার আনুমানিক ১৩ লাখ বিশ হাজার টাকা। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. কামরুজ্জামান সিলেটের জৈন্তাপুর থানার ঠাকুরের মাটি মধ্যাংশ এলাকায়।
শুক্রবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান জানান, কামরুজ্জামান একজন পেশাদার মাদকব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানান র্যাব।