রণবীর কাপুর, অভিনয়টা যার রক্তে আছে। সিরিয়াস হোক কিংবা কমেডি, খুব সহজেই নিজেকে মানিয়ে নেন যেকোনো চরিত্রে। দুষ্টুমিতে ভরা এ নায়কের আজ ৪০তম জন্মদিন।
১৯৮২ সালে আজকের দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম এ স্টার কিডের। গুণী ও খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর ও অভিনেত্রী নিতু সিংহের একমাত্র পূত্রসন্তান রণবীর। শৈশবে তিনি পড়াশোনা করেন মাহিমের বোম্বাই স্কটিশ স্কুলে। এরপর নিউইয়র্কের লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা শেষে ফিরে যান ভারতে।
অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর আগে ১৯৯৯ সালে বাবা ঋষি কাপুরের সিনেমা ‘আ আব লট চালে’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর, ২০০৫ সালে সঞ্জয় লীলা বানসালীর সহকারী হিসেবে কাজ করেন ‘ব্ল্যাক’ সিনেমায়। ২০০৭ সালে একই নির্মাতার সিনেমা ‘সাওয়ারিয়া’র মাধ্যমে অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন রণবীর।
প্রথম সিনেমায় দর্শকপ্রিয়তা না পেলেও রণবীর কাপুর যে জাত অভিনেতা তা প্রমাণ করতে খুব বেশি দিন লাগেনি। ‘রকেট সিং;, ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’, ‘রাজনীতি’, ‘রকস্টার’, ‘বারফি’সহ একে একে দর্শকদের উপহার দেন ব্লকবাস্টার সব সিনেমা।
মাঝে অভিনয় থেকে কিছু সময় বিরতি নিয়ে ভিকি সিংয়ের ‘রয়’ দিয়ে আবার বলিউডে কামব্যাক করেন রণবীর। কিন্তু ‘রয়’ ভালো ব্যবসা করতে পারেনি। এমনকি আনুরাগ কাশ্যাপের ড্রিম প্রজেক্ট ‘বোম্বে ভেলভেট’র দশাও ছিল শোচনীয়। টানা চার ফ্লপের ধকল সামলে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে হিট ট্রাকে ফেরেন রণবীর। তবে সব হিসেব পাল্টে যায়- ২০১৮ সালে রাজকুমার হিরানির ‘সাঞ্জু’ দিয়ে।
বিগত কয়েক বছর ধরেই দর্শকদের ব্লকবাস্টার সব সিনেমা উপহার দিচ্ছেন রণবীর। সবশেষ তিনি অভিনয় করেছেন অয়ন মুখার্জির মিথোলজি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে। বক্সঅফিসে যা আয় করেছে ৪০০ কোটি রুপি! এটিই এখন পর্যন্ত রণবীর এর সবেচেয়ে বেশী আয়কৃত সিনেমা। এছাড়া এ অভিনেতার ঝুলিতে আছে ফিল্মফেয়ার, জি সিনে, আইফাসহ অগণিত পুরস্কারও।
বিয়ের পর আজ রণবীর কাপুরের প্রথম জন্মদিন। প্রথমবার বাবা হতে চলেছেন এ জুনিয়র কাপুর। রণলিয়া জুটির প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙ্গেছে। সব মিলিয়ে এবারের জন্মদিন একটু স্পেশাল। হ্যাপি বার্থডে রণবীর কাপুর।
/এসএইচ