নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই মেহেদী হাসান মিরাজ। তবে তিন বছর পর ফিরেছেন নুরুল হাসান সোহান।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের স্কোয়াড জানায় বিসিবি। সোহানের পাশাপাশি ফিরেছেন সাইফ হাসান। আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা মিরাজকে রাখা হয়নি এশিয়া কাপের দলে। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি।
২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন সোহান। ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলছেন তিনি। বর্তমানে টপএন্ড টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সাইফ হাসান। ‘এ’ দলের সঙ্গে তিনিও আছেন অস্ট্রেলিয়ায়।
মূল একাদশে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তবে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে আছেন তারা।
আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর খেলবে বাকি দুটি ম্যাচ। এরপর সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।