টানা ৩ দিন খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর ৬ হলের তালা ভেঙ্গে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিস্কারসহ নানা অভিযোগে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।