#কলকাতা : নবান্ন অভিযানের আগের দিন আজ কালীঘাট মন্দিরে সংকল্প যাত্রায় বিজেপি। তিনটি সংকল্পকে সামনে রেখে কালীঘাটে মায়ের কাছে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামিকাল বিজেপির নবান্ন অভিযান। সুকান্তর কথায়, তিন সংকল্প হল, হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত সমাজ, আর দুর্নীতি মুক্ত বাংলা।
সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “আজ কালীঘাটে মায়ের কাছে পুজো দিলাম যাতে বিজেপির নবান্ন অভিযান সফল হয়। আমরা জেনেছি, নবান্ন অভিযানকে ভেস্তে দিতে শাসকদল নানা রকম কৌশল নিচ্ছে। গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তাই সেই অশুভ শক্তির বিরুদ্ধেই মায়ের কাছে প্রার্থনা করলাম।” সুকান্ত আরও বলেন, “বিজেপির কোনও কর্মসূচিতেই পুলিশ অনুমতি দেয় না। তাই মায়ের কাছে এলাম অনুমতি নিতেও। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব।”
আরও পড়ুন: পুজোর মধ্যেই ৩০৭৬২ জনকে চাকরি! বাংলার কর্মহীনদের জন্য বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!
আরও পড়ুন: ‘বিজেপির নবান্ন অভিযানে বামেদের ডাক শুভেন্দুর! কী বললেন বাম নেতা? রাজনীতি সরগরম!
তবে আগামিকাল শান্তিপূর্ণ ‘নবান্ন অভিযানে’ যদি পুলিশ বা অন্য কেউ আন্দোলন ভন্ডুল করার চেষ্টা করে তাহলে তাঁরা যে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধও করবেন সে কথা আগেই জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।
১৩ই সেপ্টেম্বর যা হতে চলেছে ৭৫ বছরে এ দৃশ্য কেউ দেখেনি বাংলায়। এমনটাই দাবি বিজেপির শুভেন্দু অধিকারীর। গতকালই বামেদের এই আন্দোলনে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু। বামেদের কাছে শুভেন্দুর বার্তা, “সিজিও গিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সত্যি সত্যি উৎখাত করতে চান তাহলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন”। নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পাণ্ডুয়ায় প্রকাশ্য সমাবেশ থেকে রবিবার বামেদের আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে বিজেপির আগামিকালের নবান্ন অভিযান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
Published by:Sanjukta Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Nabanna