২৭ হলে ‘পেয়ারার সুবাস’, আহমেদ রুবেলকে উৎসর্গ | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো দেখতে এসে বুধবার সন্ধ্যায় প্রয়াত হলেন এই ছবিরই গুণী অভিনেতা আহমেদ রুবেল। শুক্রবার দেশব্যাপী মুক্তি পেল ছবিটি। দেশের মোট ২৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাচ্ছে।

‘পেয়ারার সুবাস’ এর সহ-প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, হলে মুক্তি পাওয়া এই ছবিটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকেই!

Bkash

নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।

৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

Reneta June

সিনেমাটি কোন কোন হলে দেখা যাবে-

Scroll to Top