২৬ বছর পর আবারও ফিরছে সেই জাদুকরি বোনদের গল্প

২৬ বছর পর আবারও ফিরছে সেই জাদুকরি বোনদের গল্প

নিকোল কিডম্যানের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কৃত্রিম একটি কবরের পাশে দাঁড়িয়ে একে অপরকে হাসিমুখে আলিঙ্গন করছে দুই বোন। ক্যাপশনে লেখা, ‘জাদুকরেরা ফিরে এসেছে।’ এ ঘোষণাই যেন ভক্তদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।
অনেকেই হয়তো জানেন, নিকোলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির সম্পর্ক কত গভীর।

Scroll to Top