২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি | চ্যানেল আই অনলাইন

২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি | চ্যানেল আই অনলাইন

সরকার প্রশাসনের ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা নতুন দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো বিরূপ তথ্য প্রমাণিত হলে তার পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে কর্তৃপক্ষ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সরাসরি বা অনলাইনে তাদের যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Scroll to Top