২৫০ বছর পর মার্কিন জাতীয় পাখি হলো ‘বাল্ড ঈগল’

২৫০ বছর পর মার্কিন জাতীয় পাখি হলো ‘বাল্ড ঈগল’

মানুষের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসার পাশাপাশি বৈচিত্র্যময় ক্ষমতা শুধুমাত্র পোষা প্রাণীর থেকেও অধিক গুরুত্বপূর্ণ করে তোলে কুকুরকে। আনুগত্যের সঙ্গে যখন এদের বিস্ময়কর বুদ্ধিমত্তা যোগ হয় তখন অনায়াসেই এরা মানুষের এমন সঙ্গীতে পরিণত হয়, যার কোনো বিকল্প হয় না। এদের মধ্যে বিশেষ কিছু কুকুরের অসাধারণ দক্ষতা রয়েছে যার মাধ্যমে এরা ২০২৪ সালের সেরা কুকুরের জায়গা দখল নিয়েছে। এমনকি খবরের পাতায় শিরোনামও হয়েছে।

চলুন, যে কুকুরগুলো ২০২৪ এ সেরা কুকুর হিসেবে আলোচনায় এসেছে- তা জেনে নেওয়া যাক।

এরিয়েল

২৫০ বছর পর মার্কিন জাতীয় পাখি হলো ‘বাল্ড ঈগল’
ছবি: স্কাই নিউজ



ছয়টি পা নিয়ে জন্মগ্রহণকারী এরিয়েল নামের কুকুরটি ছিল এ বছরের সবচেয়ে আলোচিত প্রাণী। ২০২৪ সালে এরিয়েলের অতিরিক্ত অঙ্গগুলো অস্ত্রপচারের মাধ্যমে অপসারণ করা হয় এবং অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। এরপর কুকুরটিকে ওয়েস্ট ওয়েলসে বসবাসকারী এক কুকুরপ্রেমী নিয়ে যান। সেখানে এরিয়েল সার্ফিং করা শেখে। এখন এরিয়েল কেবল স্বাভাবিকভাবে হাঁটতেই পারে না, সে সমুদ্রে সাঁতার কাটছে, সে প্যাডেল বোর্ডিং, সার্ফিংও করতে পারে।

ওয়াইল্ড থাং

ছবি: স্কাই নিউজ



ক্যালিফোর্নিয়ায় বিশ্বের কুৎসিত কুকুর প্রতিযোগিতায় জয়ী কুকুর হচ্ছে ওয়াইল্ড থাং। অবশ্য এই শিরোপা জেতার আগে থাং চারবার ব্যর্থ হয়েছে।

আট বছর বয়সী পিকিংগিজ কুকুরছানা হিসেবে ভাইরাল ওয়াইল্ড থাং ক্যানাইন ডিসটেম্পারে রোগে আক্রান্ত হয়েছিল । যার ফলে তার জিহ্বা স্থায়ীভাবে আটকে যায়। আর এতেই সে বিশ্বের কুৎসিত কুকুর প্রতিযোগিতায় জয়ী হয়। তবে তার মালিক বলেছে, ওয়াইল্ড থাং শারীরিকভাবে সুস্থ একটা কুকুর।

গাইয়া

ছবি: স্কাই নিউজ



তীক্ষ্ণ বুদ্ধি ও স্মৃতিসম্পন্ন কুকুর হচ্ছে গাইয়া। শুধু তাই নয় গাইয়া একটি সার্টিফাইড জিনিয়াস কুকুর। এ প্রজাতির কুকুরের বিভিন্ন বস্তুর নাম শেখার একটি অনন্য ক্ষমতা রয়েছে। এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। গত সেপ্টেম্বরে বায়োলজি লেটারস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, বিভিন্ন খেলনা, রঙ, জিনিসের নাম তারা দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে। গাইয়া এই গবেষণায় শীর্ষস্থানীয় পারফর্মার ছিল।

টাইটান

ছবি: স্কাই নিউজ



টাইটান সাদা ল্যাব্রাডুডল প্রজাতির একটি কুকুর। তবে এটি কোন সাধারণ কুকুর না, টাইটান এক অসাধারণ বীরত্বের অধিকারী এক কুকুর। সে তার মালিকের হত্যাকারীকে খুঁজতে পুলিশকে সাহায্য করেছিল।

ডেইজি

ছবি: স্কাই নিউজ



ডেইজি মোল ভ্যালিতে তার মালিকের সাথে থাকতো। ২০১৬ সালে তার মালিকের বাগান থেকে হারিয়ে যায় এবং প্রায় ৮ বছর পর ২০২৪ সালে ডেইজি তার পুরনো মালিকের কাছে ফিরে আসে।

ট্রুপার

ছবি: স্কাই নিউজ



চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যারিকেন মিল্টনের সাথে যুদ্ধ করে বেঁচে যাওয়া এক অপ্রতিরোধ্য কুকুর হচ্ছে ট্রুপার। এক ভিডিওতে দেখা যায়, ট্রুপারকে একটা খুটির সাথে বেঁধে রাখা হয়েছে। সেখানে বুক সমান পানিতে বেঁচে থাকার জন্য লড়াই করতে দেখা যায় ট্রুপারকে। ওই ভিডিও দেখে তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে তার মালিকের কাছে ফেরত দেয়া হয়েছিল।    

বেথ

ছবি: স্কাই নিউজ



বেথ হচ্ছে একটি রাজকীয় কুকুরছানা। সে রানি ক্যামিলার সাথে অনেক জায়াগায় ঘুরতে গেছে। তবে দুঃখজনকভাবে গত নভেম্বর মাসে একটি অনিরাময়যোগ্য টিউমারের কারণে বেথের মৃত্যু হয়।  

কেভিন

ছবি: সংগৃহীত



বিশ্বের লম্বা কুকুরের খেতাব পাওয়া গ্রেট ডেন প্রজাতির কুকুর কেভিন। এ বছরের মার্চে কেভিন-কে বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ড।  তবে তিন বছর বয়সী কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। এরপর এটিকে সুস্থ করার জন্য অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুঃখজনকভাবে কেভিন মারা যায়।

জেনি

ছবি: স্কাই নিউজ



জেনি একটি গাইড কুকুর এবং যুক্তরাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক পোষা প্রাণী। লিবারেল ডেমোক্র্যাট এমপি স্টিভ ডার্লিংয়ের সাথে তাকে সব সময় দেখা যায়। এমনকি জুলাই মাসে সংসদে এমপিদের শপথ নেয়ার সময় জেনীকে বেঞ্চে শুয়ে থাকতে দেখা গেছে।  

কমান্ডার 

ছবি: স্কাই নিউজ



কমান্ডার  একটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুর। ২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে যোগ দেয় কমান্ডার। চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত ইউএসএসএসের এক অভ্যন্তরীণ ফাইলে দাবি করা হয়, জার্মান শেফার্ড অন্তত ২৪ বার হোয়াইট হাউসের কর্মীদের কামড়েছে। 

এসব ঘটনার মধ্যে রয়েছে সিক্রেট সার্ভিসের সদস্যদের কব্জি, কনুই, বাহু, বুক, কোমর, কাঁধ ও উরুতে কামড় দেওয়া হয়।

ফাইলে দেখা গেছে, হোয়াইট হাউসে এক এজেন্টের হাতের কনুইয়ে কামড় লাগার পর সেলাই দিতে হয়েছে এবং আরেকজনের হাতে ছয়টি সেলাই দিতে হয়েছে। তার এই কামড়ের জন্যই বেশ আলোচনায় ছিল কমান্ডার

ববি

ছবি: স্কাই নিউজ



বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতি পেয়েছে ববি। গায়ে বাদামি ও সাদা রঙের মিশেল। দেখতে আর দশটি কুকুরের মতোই। কিন্তু সাধারণ কুকুর নয় ববি। রীতিমতো তারকা সে। নাম উঠেছে গিনেস বুকে। কারণ, ববির বয়স। গত মে মাসে ৩১ বছর পূর্ণ করেছে ববি।

বছর না ঘুরতে ববির ৩১ বছরের পথচলা থেমে গেছে। দীর্ঘজীবন পাওয়া ববি গত বছর অক্টোবরে মারা যায়। বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। দীর্ঘদিন ববির চিকিৎসা করেছেন পশুচিকিৎসক কারেন বেকার। তিনি কুকুরটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন।

ববির মালিক লিওনেল কস্তা জানান, ববি রাফেইরো জাতের কুকুর। গবাদিপশু পাহারা দেওয়ার জন্য এই কুকুরগুলো পোষা হয়। ১২ থেকে ১৪ বছর বাঁচে একেকটি কুকুর। তবে ববি ছিল ব্যতিক্রম।

তথ্যসূত্র: স্কাই নিউজ। 

Scroll to Top