<![CDATA[
নামাজ ইসলামের প্রধান ইবাদত। প্রত্যেক মুসলমানের জন্য নামাজ একটি আবশ্যক ইবাদত। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর ২০২২, ২৭ সফর ১৪৪৪ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর পাশের এলাকার নামাজের সময়সূচি।
যোহর: ১১টা ৫৩ মিনিট।
আসর: ৪টা ১২ মিনিট।
মাগরিব: ৫টা ৫৬ মিনিট।
এশা: ৭টা ৯ মিনিট।
রোববারের (২৫ সেপ্টেম্বর) ফজর: ৪টা ৩৩ মিনিট।
আরও পড়ুন: মোরগের কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাক কি কেয়ামতের আলামত?
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো:
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট।
সিলেট: ৬ মিনিট।
যোগ করতে হবে
খুলনা: ৩ মিনিট।
রাজশাহী: ৭ মিনিট।
রংপুর: ৮ মিনিট।
বরিশাল: ১ মিনিট।
]]>