২৪ ঘণ্টায় নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার – DesheBideshe

২৪ ঘণ্টায় নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার – DesheBideshe

২৪ ঘণ্টায় নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ১৭ আগস্ট – গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সালাউদ্দিন মামুন (৪৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।

তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীর ডেমরা, ফার্মগেট, মিরপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ আগস্ট ২০২৫



Scroll to Top