২৪-এর ভোটের আগে বঙ্গ বিজেপি দু-ভাগ! তুমুল শোরগোল, আজ পথে ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ

২৪-এর ভোটের আগে বঙ্গ বিজেপি দু-ভাগ! তুমুল শোরগোল, আজ পথে ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পদ্মে কাঁটা! চব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপি দু-ভাগ! আদি-নব্য দ্বন্দ্ব ছিলই। এবার তা আরও সামনে এল। জেলা থেকে মন্ডল, বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার-সহ গোটা রাজ্যের সমস্ত স্তরের সাংগঠনিক নেতৃত্বের অপসারণের দাবি উঠল। আদি ও বিক্ষুব্ধ বিজেপি শিবিরের একাংশ রীতিমতো ‘বিজেপি বাঁচাও মঞ্চ’ তৈরি করল।

বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন ঘেরাও করে বিক্ষোভের ডাক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষুব্ধরা আজ, শুক্রবার রাজ্য দফতর মুরলীধর সেন লেনে আন্দোলন করবে। বর্তমান রাজ্য কমিটি বহাল থাকলে ২৪-এর লোকসভা ভোটে ভরাডুবি হবে বঙ্গ বিজেপির। বলছে বিক্ষুব্ধ শিবির। অবিলম্বে সমস্ত নেতৃত্বের অপসারণ না হলে জেলায় জেলায় পথে নামবে ‘বিজেপি বাঁচাও মঞ্চ’। এমনটাই হুঁশিয়ারি দিল বিজেপি বিক্ষুব্ধদের মঞ্চ। বুধবার বিজেপির সল্টলেক কার্যালয়ে বারাসাতের জেলা সভাপতিকে অপসারণের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় কার্যালয়ের গেট ভেঙে ভিতরে ঢোকার পাশাপাশি মারপিট। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রীতিমত অস্বস্তিতে এখন বঙ্গ পদ্ম শিবির। তবে শুধু বারাসতের কর্মীরাই নয়, জেলায় জেলায় বিজেপির কর্মী সর্মথকদের ঘরোয়া কোন্দলে এর আগেও বিক্ষোভের আঁচ এসে পড়েছে কলকাতায়। প্রত্যেকেরই একটাই দাবি, দলীয় নেতৃত্বের বদল।

আরও পড়ুন– আজ-কালের মধ্যেই বর্ষা বিদায় শুরু হবে বঙ্গে, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

২৪-এর ভোটের আগে বঙ্গ বিজেপি দু-ভাগ! তুমুল শোরগোল, আজ পথে ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ

নজিরবিহীনভাবে দেখা গিয়েছে যে, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে বিজেপি অফিসেই তালাবন্দি করে রেখে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। এদিকে সোশ্যাল মিডিয়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার হোক কিংবা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত একমাত্র কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে বিস্ফোরক পোস্ট রীতিমতো অস্বস্তিতে ফেলে গেরুয়া শিবিরকে। আর এবার ‘বিজেপি বাঁচাও মঞ্চ’ তৈরি করে বিদ্রোহের সুর দলের অন্দরেই। আদি এবং বিক্ষুব্ধ বিজেপির একাংশকে নিয়ে গঠিত ‘বিজেপি বাঁচাও মঞ্চের’ দাবি,’ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ সমস্ত স্তরের সাংগঠনিক নেতাদের অবিলম্বে অপসারণ করতে হবে।’

আরও পড়ুন– গাধার দুধের দাম আকাশছোঁয়া; কিন্তু কেন জানেন কি?

এছাড়াও রাজ্য বিজেপির বর্তমান নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করে রাজনীতি করছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ-সহ দিল্লির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি বাঁচাও মঞ্চ। বিজেপি বাঁচাও মঞ্চের অন্যতম সদস্য দীপক কুমার সরকার বলেন, ‘‘ দলের সংবিধান অনুযায়ী প্রকৃত কর্মীদের দ্বারা দল পরিচালনা করতে হবে। কিন্তু বর্তমানে সাংগঠনিক বিভিন্ন পদে থাকা কিছু স্বার্থান্বেষী ও মুখোশধারী নেতা দলকে বাংলা থেকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সংগঠনে রদবদল এই মুহূর্তে অত্যন্ত জরুরি।বর্তমানে সংগঠন যেভাবে চলছে তাতে চব্বিশের লোকসভা ভোটে বিজেপি ফের বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে।’’

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Bengal BJP, West Bengal BJP

Scroll to Top