ফুটবলপ্রেমী দেশ আর্জেন্টিনা সম্প্রতি ক্রিকেটে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। তবে খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কানাডার বিপক্ষে খেলতে নেমেছিল দলটি। ওই ম্যাচে মাত্র ২৩ রানে অলআউট হয়েছে আর্জেন্টিনা। ৫০ ওভারের এ ম্যাচ কানাডা জিতে নিয়েছে মাত্র ৫ বলে।
মার্কিন যুক্তরাষ্টের জর্জিয়ার পরমবীর স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল খেলে ১৯.৪ ওভার। সেখান থেকে তাদের রান আসে মাত্র ২৩। এ ২৩ রানের মধ্যে বাই রান ছিল ৭টি। দলটিতে রেকর্ড সংখ্যক সাত ব্যাটার শূন্য রানে আউট হয়।
কানাডার জগমানদীপ পাল একাই আর্জেন্টিনাকে ধসিয়ে দেন। তিনি ৫ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। তার পাঁচ ওভারের মধ্যে তিনটি মেডেন ওভারও রয়েছে। কানাডা এ ম্যাচ মাত্র ৫ বলে ১০ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে। তাদের হাতে ছিল ৪৯.১ ওভার বা ২৯৫ বল। এ পাঁচ বল করেছেন আর্জেন্টিনার ফ্রাঞ্জ বুর।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড স্কটল্যান্ডের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে অলআউট হয়েছিল স্কটিশরা। সেবার অস্ট্রেলিয়া ওই রান করে জিতেছিল ৩.৫ ওভারে। বেশি ওভার হাতে রেখে ম্যাচ জেতার রেকর্ড ছিল সেটি। তবে আর্জেন্টিনা-কানাডার ম্যাচটি যুব ওয়ানডের মর্যাদা না থাকায় দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড হবে না। তাই কানাডার ৫ বলে জয়ের রেকর্ডটিও হবে না দ্রুত জয়ের রেকর্ড।