২০ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে স্বর্ণের মোড়কে মিষ্টি

২০ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে স্বর্ণের মোড়কে মিষ্টি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে ২৪ ক্যারেটের স্বর্ণের মোড়ক জড়ানো মিষ্টি। ‘সোনারি ভোগ’ নামের ওই মিষ্টি ভারতীয় ১৪ হাজার রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার) বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও ক্রেতার অভাব নেই বলে জানিয়েছে মিষ্টি বিক্রেতা।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

এতো দামের পরও মিষ্টি কিনতে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। দোকান মালিকদের দাবি, দীপাবলির আগে ওই মিষ্টি কিনতে নাকি নিয়মিত ভিড় হচ্ছে দোকানটিতে।

দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েক ডালা মিষ্টি বিক্রি হয়ে হেছে। ক্রেতাদের উৎসাহ দেখে আরও নিষ্টি তৈরি হচ্ছে। ২৪ ক্যারেটের স্বর্ণের মোড়ক চাপানো হয়েছে মিষ্টিটিতে।

GOVT

ভারতের সারা মহারাষ্ট্রেই এই মিষ্টির চাহিদা দেখা যাচ্ছে। গত বছর এই মিষ্টিই ১১ হাজার রুপি কেজিতে বিক্রি হচ্ছিল। এ বার তার দাম তিন হাজার রুপি বাড়ানো হয়েছে।

 

Chokroanimation

Scroll to Top