ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেছেন, ক্লাবটিতে ২০ বছর থাকতে চান। পর্তুগীজ কোচ জোর দিয়ে বলেছেন, কোন সন্দেহ নেই ভবিষ্যতে ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড এবং ইউরোপের চ্যাম্পিয়ন হবে।
গত বছরের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘমেয়াদে থাকার চিন্তা করছেন আমোরিম। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর কোন কোচ তিন বছরের বেশি থাকতে পারেননি। আমোরিমের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।
দীর্ঘমেয়াদে থাকা নিয়ে আমোরিম বলেছেন, ‘আমি থাকতে চাই, থাকতে চাই ২০ বছর। এটাই আমার লক্ষ্য এবং আমি সত্যিই এটি বিশ্বাস করি। কিছু কিছু ব্যাপার ঘটতে পারে। এটা ঘটে থাকে। কিছু সময় ভাগ্য আমার সহায় হবে।’
‘ক্যারিয়ারের দীর্ঘসময় কোচ হিসেবে আমার ভাগ্য সহায় হয়েছে এবং আমার ধারণা দীর্ঘসময় ধরে থাকা। কিন্তু আবার এটাও জানি ফলাফল আমাদের ভাগ্য বদলে দিতে পারে। শেষ মৌসুম সম্পর্কে আমি জানি, কিন্তু নতুন করে শুরু করতে চাই।’
ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে আছে। ৫০ বছর আগে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পর এত বাজে অবস্থানে কখনও যায়নি দলটি। ২০১৩ সালে সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল রেড ডেভিলরা।
আমোরিম বিশ্বাস করেন সাফল্য শিগগিরই আসছে, ‘এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। কারণ এমনকিছু ব্যাপার আছে যা কিনতে পাওয়া যায় না এবং সেটি এ ক্লাবের আছে। ঐতিহ্য, ইতিহাস, সমর্থক সব আছে। এ বিষয়টিতে স্পষ্ট আমি। তারপর আসে অর্থ, সেটাও আছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াই আমাদের অর্থ আছে। আমরা সবকিছু করতে চলেছি।’
‘সিইওসহ এই সকল মানুষদের সাথে কথা বলেন, তারা ভবিষ্যতে আরও বেশি অর্থ উপার্জনের জন্য সমস্ত কৌশল তৈরি করছে। তাই এখানে কোন সমস্যা হবে না। তারপর আমি মনে করি এটি স্পষ্টতই সংস্কৃতি। যদি আমাদের একটি ভিন্ন সংস্কৃতি থাকে, অর্থসহ সমস্ত জিনিস থাকে, আমরা আমাদের জায়গায় ফিরে যেতে পারব।’