২০২৬ বিশ্বকাপের জন্য ট্রাম্পের নেতৃত্বে হচ্ছে টাস্কফোর্স | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপের জন্য ট্রাম্পের নেতৃত্বে হচ্ছে টাস্কফোর্স | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করতে হোয়াইট হাউজ টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান হিসেবে ট্রাম্পই দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ দেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে শুক্রবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের পর টাস্কফোর্স গঠন করেন ট্রাম্প। তাকে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল বল দেয়ার পাশাপাশি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন ইনফান্তিনো। আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

ট্রাম্পের নেতৃত্বে টাস্কফোর্সের কাজ হবে, ফেডারেল সরকারের নিরাপত্তা এবং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় সমন্বয় সাধন করা। যে বিষয়টা বিশ্বব্যাপী লাখ লাখ পর্যটককে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সফরে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘এই টাস্কফোর্স নিশ্চিত করবে যে, সারাবিশ্ব থেকে যেসব ভ্রমণকারী এই অঞ্চলে আসবেন, প্রতিটি দর্শনার্থী যাতে নিরাপদ বোধ করেন, খুশি বোধ করেন এবং অনুভব করেন যে, আমরা বিশেষ কিছু করছি।’

২০২৬ বিশ্বকাপে মোট ৪৮ দেশ অংশ নেবে। ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি হবে যুক্তরাষ্ট্রে, আর মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

Scroll to Top