২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা | চ্যানেল আই অনলাইন

২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান। হিজরি ক্যালেন্ডার অনুয়ায়ী, শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর চার মাস বাকি আছে। এর মধ্যেই ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (২৪ অক্টোবর এ তথ্য জানিয়েছেন।

সোমবার আমিরাতের দ্য এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানায়, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুয়ায়ী, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

অ্যাস্ট্রোনমি সোসাইটি আরও বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

GOVT

অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

Chokroanimation

Scroll to Top