রিয়াদ, ২৪ মার্চ – ২০২৫ সালের হজযাত্রীদের জন্য ম্যানিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে সৌদির সরকার।
রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, হজে বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি নাগরিকদের জন্যও এই নির্দেশনা প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে নির্দেশনায়।
বিবৃতিতে হজযাত্রীদের ম্যানিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদও সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন, তাহলে তাকে পত্রপাঠ ফেরত পাঠানো হবে।
ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না।’
প্রসঙ্গত, মেনিনজাইটিস এমন একটি রোগ, যেখানে জীবাণু মস্তিষ্কের এবং মেরুরজ্জুর আবরণীকে আক্রমণ করে। রোগটির ভয়াবহতার মুখ্য কারণ হলো, যখন রোগের লক্ষণ প্রকাশ পায় তখন চিকিৎসার জন্য সময় থাকে ২৪ ঘণ্টারও কম। নানাবিধ কারণে মেনিনজাইটিস হতে পারে, যার মাঝে রয়েছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ, আঘাত, ক্যানসার এমনকি কোনো কোনো বিশেষ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও। প্রতিবছর বিশ্বে ১ দশমিক ২ মিলিয়ন মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হয়। দারিদ্র্য, ঘনবসতি এবং যথোপযুক্ত প্রতিরোধব্যবস্থা না থাকায় উন্নয়নশীল দেশগুলোতে এর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৪ মার্চ ২০২৫