সংবিধান মেনেই ২০২৪ সালের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে পয়েলা অক্টোবর থেকে শুরু হচ্ছে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনারসহ ইউএনদের নির্বাচনী প্রশিক্ষণ। এর মধ্য দিয়েই ইসি নির্বাচনী সময়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর নভেম্বরে শেষ করা হবে ১০লাখ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ।
২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন | চ্যানেল আই অনলাইন
- Tags : ২০২৪, অনলইন, আই, চযনল, জতয়, নরবচন, পরথম, সপতহ, সলর