এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ১৯ বাংলাদেশি মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই ৪টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যায় তারা।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, সাগর থেকে টেকনাফে ফেরার পথে কায়ুকখারী ঘাটের ৯ জেলেসহ মাছ ধরার দুটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌঘাটে সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের ১০ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
এর মধ্যে শাহপরীর দ্বীপের ঘাটের ট্রলার দুটির মালিক মো. কালাম ও জাফর আলম বলে নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুই ট্রলারের মালিকের নাম জানা যায়নি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার ও ১৯ জেলে ধরে নিয়ে গেছে বলে মৌখিকভাবে জানিয়েছে ভুক্তভোগীরা।
তিনি জানান, ৪টি ট্রলার ও ১৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে দুইটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর দুইটি শাহপরীরদ্বীপ ঘাটের বলে জানিয়েছেন তিনি।
এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া চার বাংলাদেশি মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের গত ১০ দিনেও ফেরত দেইনি তারা।