১৮ বর্ষী ফুটবলারের মৃত্যু, পরিবারের অভিযোগ ফেডারেশনের দিকে | চ্যানেল আই অনলাইন

১৮ বর্ষী ফুটবলারের মৃত্যু, পরিবারের অভিযোগ ফেডারেশনের দিকে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গতমাসে স্পেনের মাদ্রিদে মাথায় আঘাত পেয়েছিলেন চীনের তরুণ ফুটবলার গুও জিয়াজুয়ান। বেইজিং অনূর্ধ্ব-২০ দল এবং স্প্যানিশ দল আরসি আলকোবেন্দাসের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ চলাকালে দুর্ঘটনার শিকার হন। এরপর থেকেই কোমায় ছিলেন। বুধবার ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার দিনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি আঘাত পাওয়ার পর মাদ্রিদের ডাক্তাররা জিয়াজুয়ানের ‘ব্রেন ডেথ’ হওয়ার কথা জানান। ৯ দিন পরে চার্টার্ড ফ্লাইটে বেইজিংয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার সন্ধ্যায় মারা যান ১৮ বর্ষী ফুটবলার।

এরপর বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ এনেছে জিয়াজুয়ানের পরিবার। তাদের দাবি, পুরো ব্যাপারটি গোপন রেখে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন।

জিয়াজুয়ান কীভাবে আঘাত পেয়েছেন তা এখনও জানে না পরিবার। ম্যাচের ভিডিও ফুটেজ, হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসার বিবরণ এবং তার ইনস্যুরেন্স সম্পর্কে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তথ্য চেয়েছে পরিবার। তবে এখনও পায়নি বলে অভিযোগ করেছে তারা।

জিয়াজুয়ানের ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত ডিফেন্ডারের সাদা-কালো ছবি শেয়ার করে লিখেছেন, ‘১৮ বছরের শেষদিনে সে চিরতরে নিথর হয়ে গেল।’

এদিকে, জিয়াজুয়ানের পরিবারকে সবধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেছে, ‘আমরা এমন একজনকে হারিয়েছি যে ফুটবল ভালোবাসত। জিয়াজুয়ানের আত্মা শান্তি পাক।’

Scroll to Top