১৭ কোটি টাকায় গাড়ি কিনলেন উর্বশী

১৭ কোটি টাকায় গাড়ি কিনলেন উর্বশী

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন। আর এসব ছবি ভক্তদের কাছে পৌঁছে দিতে বেছে নেন সোশ্যাল মিডিয়া। এবারো তার ব্যতিক্রম ঘটেনি, বিলাসবহুল গাড়ি কিনে আলোচনায় উঠে এলেন এই নায়িকা।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে সীমিত সংস্করণের এই গাড়ির মালিক হলেন তিনি। গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার বেশি।

এর আগে ভারতীয় কয়েকজন তারকা অভিনেতা রোলস-রয়েস ব্র্যান্ডের এই গাড়ি কিনেছেন। তারা হলেন— শাহরুখ খান, অজয় দেবগন, আল্লু অর্জুন। তা ছাড়াও মুকেশ আম্বানি এ মডেলের একটি গাড়ি কিনেছেন।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top