১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির ৩২ নম্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। কেউ যাতে অনধিকারভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য এলাকাটির প্রবেশপথে কড়া তল্লাশি চলছে।
আজ ১৫ আগস্ট শুক্রবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে, সেজন্য ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩২ নম্বরে অবস্থান নেয় বিএনপি। বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, সাথে ছিলো উৎসুক জনতার অংশগ্রহণ। তারা জানান, স্বৈরাচারের পক্ষে কেউ আসলে রুখে দেওয়া হবে। রাত ১২টার দিকে ৩২ নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ।