১৫৫ বল ‘ডট’ দিয়েও স্কোর নিয়ে সন্তুষ্ট মিরাজ, বললেন শেখার কথা

১৫৫ বল ‘ডট’ দিয়েও স্কোর নিয়ে সন্তুষ্ট মিরাজ, বললেন শেখার কথা

মিরাজ অব্শ্য নিজেদের স্কোরে সন্তুষ্ট। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন সে কথাই, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’

উইকেট হারিয়ে একটু ঢিমেতালে শুরুর পর ওয়েস্ট ইন্ডিজ গা ঝাড়া দিয়ে উঠেছে মাঝের ওভারগুলোয়। ৮৮ বলে ৮৬ করেন হোপ। তবে ম্যাচ জেতানো ইনিংসটি শেরফান রাদারফোর্ডের। ৮ ছক্কা ও ৭ চারে খেলেছেন ৮০ বলে ১১৩ রানের ইনিংস। হোপ ও রাদারফোর্ড মিলে গড়েছেন ৯৯ রানের জুটি, যেটা ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিতও। এরপর রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস মিলে ৫৭ বলে ৯৫ রানের জুটিতে জয়ের সুবাস এনে দেন। ওয়ার্নার পার্কে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ে রেকর্ড।

Scroll to Top