১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ইনিংস ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়টিতেও সহজ জয় তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল। জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করেছে অজিরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আগেই নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পর অজিদের জয়ের শতাংশ ৬৭.৫৪। চলতি চক্রে ১৯টি টেস্ট খেলেছে তারা। জিতেছে ১৩টিতে, ড্র ২টিতে এবং হেরেছে ৪টিতে।

ফাইনালে অজিদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ১২ টেস্টে ৮ জয়, এক ড্র ও তিন হারে তাদের জয়ের শতাংশ ৬৯.৪৪। টেবিলে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়াবাহিনী। ১১ জুন লর্ডসে গড়াবে ফাইনাল মহারণ।

গল টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ৯৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় স্বাগতিক দল। জবাবে ১০৬.৪ ওভারে ৪১৪ রানে প্রথম ইনিংসে থামে অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে ২৩১ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৭৫ রানের লক্ষ্যে নেমে ১৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

৮ উইকেটে ২১১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ৫৪ রানের লিড নিয়ে চতুর্থদিনে ব্যাটে নেমে কেবল ২০ রান যোগ করতে পেরেছে। ছয় ওভার খেলে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

পরে রানতাড়ায় নেমে ট্রাভিস হেড ফিরে গেলেও উসমান খাজা ও মার্নাস লাবুশেন অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নোঙর করান। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে খাজা ২৭ রান, হেড ২০ রান এবং লাবুশেন ২৬ রান করেন।

লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি নেন প্রবাথ জয়সুরিয়া।

এর আগে প্রথম ইনিংসে ২৫৭ রানে থামে লঙ্কানদের সংগ্রহ। কুশল মেন্ডিস ৮৫ রান এবং দিনেশ চান্দিমাল ৭৪ রান করেন। এই টেস্ট দিয়ে বিদায় বলে দেয়া দিমুথ করুণারত্নে ৩৬ এবং রামেশ মেন্ডিস ২৮ রান করেন।

প্রথম ইনিংসে অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, ম্যাথিউ কুহনেম্যান ও নাথান লায়ন। ট্রাভিস হেড নেন ১ উইকেট।

জবাবে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ৪১৪ রান তোলে অস্ট্রেলিয়া। স্মিথ ১৩১ রান এবং ক্যারি ১৫৬ রান করেন। বিউ ওয়েবস্টারের ব্যাট থেকে আসে ৩১ রান।

লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে প্রবাথ জয়সুরিয়া ৫ উইকেট নেন। নিশান পেরিস তিনটি এবং রামেশ মেন্ডিস দুটি করে উইকেট নেন।

১৫৭ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে লঙ্কানরা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসেন তারা। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৫০ রান করেন কুশল মেন্ডিস। বাকিদের মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা ২৩ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথিউ কুহনেম্যান ও নাথান লায়ন চারটি করে উইকেট নেন। বিউ ওয়েবস্টার নেন দুই উইকেট।

Scroll to Top